Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

দু’টি পাতা একটি কুঁড়ির দেশ শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপি। রাজধানী ঢাকা থেকে প্রায় ২০০ কি.মি. দূরত্বে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে প্রকৃতির আদুরেকন্যা, সুবিশাল পাহাড়ের পাদদেশে আর হাইল-হাওরের পিঠে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ উপজেলা শ্রীমঙ্গলের অবস্থান। চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলের আয়তন ৪২৫.১৫ বর্গকিলোমিটার। কথিত আছে শ্রী দাশ ও মঙ্গল দাশ নামে দু’জন লোক হাইল হাওর এর তীরে প্রথমে বসতি স্থাপন করেন। এ দু’ভাইয়ের নামানুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয়। আরো কথিত আছে শ্রীমঙ্গল শহরের অদুরে মঙ্গল চন্ডী দেবতার একটি থলি ছিল। তাঁর নামানুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয়।   

শ্রীমঙ্গল উপজেলায় প্রশাসনিক ভবনের নিচতলায় ১০৫ হতে ১০৭ পর্যন্ত ০৩ টি রুম নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় অবস্থিত। এই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের যাত্রা শুরু হয় ১৫-১২-১৯৮২ খ্রি: হতে এবং সেই সময় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন জনাব এ.কে.এম.কামরুজ্জামান। বর্তমান পর্যন্ত ২২ জন হিসাবরক্ষণ কর্মকর্তা এই কার্যালয়ে সফলতার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।